১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন গেমের নেশায় রাশ টানতে নতুন আইন আনার উদ্যোগ কেন্দ্রের, জানালেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক:  অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে পড়ছে গোটা যুব সমাজ। এর ফলে সমাজে এর কুপ্রভাব পড়ছে। প্রভাব পড়ছে মস্তিষ্ক ও মননে।  অনলাইন গেমের নেশায় ডুবে হানাহানি থেকে রক্তারক্তির ঘটনা ঘটে চলেছে। এবার এই অনলাইন গেমের নেশায় রাশ টানতে তৎপর কেন্দ্র সরকার।

 

রবিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানালেন, শীঘ্রই কেন্দ্রের তরফে অনলাইন গেমিংয়ের জন্য নির্দিষ্ট নীতি বা নতুন আইন আনা হবে। সমাজে যেভাবে অনলাইন গেমিংয়ের কুপ্রভাব পড়ছে, সেই কথা মাথায় রেখেই এই সিন্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে যুব সমাজ ক্রমশই অনলাইন গেমের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে।  এর ফলে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে তারা। সমাজ ধসে পড়ছে।

রাজ্যের তথ্য প্রযুক্তি  মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তারা সকলেই অনলাইন গেম ও তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

অশ্বীনী বৈষ্ণব সাংবাদিকদের সামনে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যই অনলাইন গেমিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে এই গেমিংয়ের নেশা নিয়ে। এই নেশার কারণে মানুষ হিংস্র হয়ে উঠছেন। সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই কারণেই আমরা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছি। শীঘ্রই আমরা অনলাইন গেমিং নিয়ে নতুন আইন বা নিয়মের নীতি তৈরি করব।

মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বলেন, কেন্দ্র তথ্য বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলও আনতে চলেছে।  তথ্য সুরক্ষা বিল জনগণের মধ্যে ভালো সাড়া পড়েছে।

বিল পেশ হলে গোটা বিশ্বেও তা সমাদৃত হবে। মন্ত্রী জানিয়েছেন, খসড়া বিল প্রস্তুতির কাজ চলছে। তবে শীঘ্রই বিল আসবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইন গেমের নেশায় রাশ টানতে নতুন আইন আনার উদ্যোগ কেন্দ্রের, জানালেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে পড়ছে গোটা যুব সমাজ। এর ফলে সমাজে এর কুপ্রভাব পড়ছে। প্রভাব পড়ছে মস্তিষ্ক ও মননে।  অনলাইন গেমের নেশায় ডুবে হানাহানি থেকে রক্তারক্তির ঘটনা ঘটে চলেছে। এবার এই অনলাইন গেমের নেশায় রাশ টানতে তৎপর কেন্দ্র সরকার।

 

রবিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানালেন, শীঘ্রই কেন্দ্রের তরফে অনলাইন গেমিংয়ের জন্য নির্দিষ্ট নীতি বা নতুন আইন আনা হবে। সমাজে যেভাবে অনলাইন গেমিংয়ের কুপ্রভাব পড়ছে, সেই কথা মাথায় রেখেই এই সিন্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে যুব সমাজ ক্রমশই অনলাইন গেমের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে।  এর ফলে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে তারা। সমাজ ধসে পড়ছে।

রাজ্যের তথ্য প্রযুক্তি  মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তারা সকলেই অনলাইন গেম ও তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

অশ্বীনী বৈষ্ণব সাংবাদিকদের সামনে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যই অনলাইন গেমিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে এই গেমিংয়ের নেশা নিয়ে। এই নেশার কারণে মানুষ হিংস্র হয়ে উঠছেন। সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই কারণেই আমরা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছি। শীঘ্রই আমরা অনলাইন গেমিং নিয়ে নতুন আইন বা নিয়মের নীতি তৈরি করব।

মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বলেন, কেন্দ্র তথ্য বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলও আনতে চলেছে।  তথ্য সুরক্ষা বিল জনগণের মধ্যে ভালো সাড়া পড়েছে।

বিল পেশ হলে গোটা বিশ্বেও তা সমাদৃত হবে। মন্ত্রী জানিয়েছেন, খসড়া বিল প্রস্তুতির কাজ চলছে। তবে শীঘ্রই বিল আসবে।