২০২৪-এর মধ্যেই সিকিমের জন্য খুশির খবর নিয়ে আসতে চলেছে বন্দে-ভারত, ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

- আপডেট : ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সিকিম রাজ্যের জন্য বন্দে ভারত খুশির খবর নিয়ে আসতে চলেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছে। উত্তর পূর্বাঞ্চলে বহু সংযোগী প্রকল্প রয়েছে সব প্রকল্পগুলির কাজের উন্নতি দ্রুতগতিতে এগিয়েছে।
আগে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ২০১৪ পর্যন্ত ভারতীয় রেলের জন্য বার্ষিক গড় বরাদ্দ করা হত প্রায় ২০০০ কোটি টাকা। মন্ত্রী জানান, বর্তমানে সাম্প্রতিক ঘোষিত বাজেটে পাঁচগুণ বেশি বৃদ্ধি করে বার্ষিক ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হয়েছে। যে ২০২৪-এর ডিসেম্বর মাসের মধ্যে সিকিমের রংপো পৌঁছবে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস। এর জন্য, সেবক ও রংপোর মধ্যে রেল সংযোগের কাজ খুব যত্ন সহকারে পরিচালনা করা হচ্ছে। কারণ সেখানকার হিমালয়ান অঞ্চলের কঠিন ভূ-খণ্ডের মধ্যে একাধিক ব্রিজ ও টানেলের কাজ চলছে। তবে কাজের অগ্রগতি দ্রুততার সঙ্গে এগোচ্ছে।
এই মুহূর্তে রেল, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম সফর করেছেন। এই সফরের দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সিকিমকে সংযুক্ত করতে সেবক-রংপোর মধ্যে রেলওয়ে সংযোগী প্রকল্পের ব্রিজ, টানেল ও স্টেশন ইয়ার্ড পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি, রেলমন্ত্রী দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন।
এই সেবক (পশ্চিমবঙ্গ)- রংপো (সিকিম) সংযোগী নতুন রেল প্রকল্পটি হল ভারতের অন্যতম নির্মীয়মাণ জাতীয় প্রকল্প। এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেল প্রথমবারের জন্য সিকিম রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হবে। প্রকল্পটির কাজ দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন ইয়ার্ড নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।