পুবের কলম প্রতিবেদক: বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এ দিকে কলকাতার ফের বাড়ল পারদ। রাতের তাপমাত্রা ২৩.২ থেকে বেড়ে ২৩.৬ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৫ থেকে ৯৪ শতাংশ।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। আগামীকাল বুধবার থেকে টানা বৃষ্টিপাত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। দক্ষিণবঙ্গও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। অন্যদিকে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও অসমে।