BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট দূরদর্শনে সম্প্রচারের অনুমতি পেল না স্যার সৈয়দ আহমদের বায়োপিক অধিকার হরণের প্রতিবাদে সোমবার রাজ্যের আইনজীবীদের ধর্মঘট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম

বুধ থেকে শুক্র বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া দফতর

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কিন্তু শীতের বিদায়ের সময় বৃষ্টি নিয়ে বাড়ছে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই আংশিক মেঘলা থাকবে বঙ্গের আকাশ। বুধবার থেকে একাধিক জেলায় হতে পারে বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। বিয়ের মরশুমে আবহাওয়ার মতি-গতি রীতিমতো চিন্তায় ফেলেছে অনেককেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়তে চলেছে, যা চলবে শুক্রবার পর্যন্ত। বুধবার বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। আগামী সপ্তাহে একাধিক বিয়ের তারিখ রয়েছে। ফলে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে। এ দিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে। বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার থেকে এই তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder