স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update

পুবের কলম ওয়েবডেস্ক: আসছে স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, (Today’s Weather Report) আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমাঞ্চলে। রবিবার কলকাতা-উপকূলেও দিনভর অস্বস্তিকর গরম থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এদিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। এই সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বেশিরভাগ জায়গাতেই ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে।

বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টির ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder