১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম প্রতিবেদক: বাড়ছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫১ থেকে ৯৫ শতাংশ।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে। দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাস বইছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় ভোরের দিকে বা খুব সকালে পূর্ব মেদেনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন কলকাতা, হাওড়া, ও হুগলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই কুয়াশার দাপট থাকবে।

দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপু,র,  কলকাতা, হাওড়া ও হুগলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: বাড়ছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫১ থেকে ৯৫ শতাংশ।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে। দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিমের বাতাস বইছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় ভোরের দিকে বা খুব সকালে পূর্ব মেদেনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও সংলগ্ন কলকাতা, হাওড়া, ও হুগলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই কুয়াশার দাপট থাকবে।

দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপু,র,  কলকাতা, হাওড়া ও হুগলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে।