তেলেঙ্গানায় নির্বাচনের আগে বিজেপির মেরুকরণের নয়া হাতিয়ার ‘রাজাকার’
ইমামা খাতুন
- আপডেট :
১৭ জুলাই ২০২৩, সোমবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরির পর প্রপাগান্ডা ছড়াতে এবার মুক্তি পেতে চলেছে ‘রাজাকার-দ্য সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’। তেলেগু, হিন্দি, তামিলসহ বেশ কয়েকটি ভাষায় এটি মুক্তি পাবে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আবহে। এই সিনেমায় নিজামদের নিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হয়েছে বলে সূত্রের খবর। ভোটের আগে মেরুকরণ করতে তাই ‘রাজাকার’কে হাতিয়ার করতে চলেছে বিজেপি। সিনেমাটির পোস্টার রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন তেলেঙ্গানার বিজেপি প্রধান বন্দি সঞ্জয় কুমার। বিজেপিই দেশজুড়ে চলচ্চিত্রটিকে প্রমোট করার চেষ্টা করছে। এক বছরের মধ্যে দেশে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানাতে যেমন বিধানসভা নির্বাচন রয়েছে, তেমনই রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে এভাবেই জমি প্রস্তুত করতে চাইছে বিজেপি। তাই শীঘ্রই মুক্তি পেতে চলা ‘রাজাকার’ সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এখন। কাশ্মীর ফাইলসের পরে এবার হায়দরাবাদের নিজামদের রাজাকার বাহিনীর তথাকথিত ‘অত্যাচারের’ কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সিনেমার নাম ‘রাজাকার’। প্রযোজক বিজেপি নেতা নারায়ণ রেড্ডি।
স্বাধীনতাপূর্ব ভারতে হায়দরাবাদের শাসক ছিলেন নিজাম মির ওসমান আলি খান। তিনি প্রজাহিতৈষী ও ধনবান হিসেবে সুপরিচিত ছিলেন।
নিজামদের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর নাম ছিল রাজাকার। এটি গঠিত হয় ১৯৩৮ সালে। সিনেমায় দেখানো হয়েছে, হায়দরাবাদকে পাকিস্তানের অংশ করতে ময়দানে নেমেছিল এই রাজাকাররা। তারা নাকি বিরোধীদেরকে হত্যাও করে। ‘রাজাকার’ ফারসি শব্দ। এর অর্থ ‘স্বেচ্ছাসেবী’। ওয়াকিফহাল মহলের মত, তাদের বিরুদ্ধে সিনেমা বানিয়ে নিজামদেরকেও কলুষিত করতে চাইছে বিজেপি বাহিনী।