পুবের কলম, ওয়েব ডেস্ক: হোলির রং দেওয়ায় বাধা! শ্বাসরোধ করে খুন ২৫ বছরের যুবককে। বৃহস্পতিবার রাজস্থানের দৌসা জেলায় ঘটনাটি ঘটেছে।
শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রং-এর উৎসব। আর তার আগেই ঘটে গেলো অপ্রীতিকর ঘটনা।
জানা গেছে, এদিন পড়াশোনা করতে লাইব্রেরি যাচ্ছিলেন যুবক । তখন বেশ কয়েকজন তাঁকে ঘিরে ধরে। সে জানায় আমি পড়াশোনা করতে লাইব্রেরি যাচ্ছি । আমাকে রং লাগিও না। আর তখনই ঘটে বিপত্তি। মৃত যুবকের নাম হংসরাজ।
পুলিস সূত্রে খবর, রং লাগাতে বাধা দেওয়া ঘিরেই বচসার সৃষ্টি হয়। তারপর যুবককে মারধর করে, শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়। তারা হলেন অশোক, বাবলু ও কালুরাম।