আর কেউ হবেন না RAM MANDIR-এর প্রধান পুরোহিত

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
আর কেউ হবেন না RAM MANDIR-এর প্রধান পুরোহিত
জেনারেল সেক্রেটারি: রাম মন্দির

RAM MANDIR-এর পুরোহিত নিয়ে বড় সিদ্ধান্ত  রাম জন্মভূমি ট্রাস্টের

অযোধ্যা,১৭ মার্চ: চলতি বছরের ফেব্রুয়ারিতে অযোধ্যার রামমন্দিরের (RAM MANDIR) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত হয়েছেন। কিন্তু সত্যেন্দ্র দাসের মৃত্যুর পর এখনও কোনও নতুন প্রধান পুরোহিত নিযুক্ত করা হয়নি। এমন পরিস্থিতিতে, সকলের মনে প্রশ্ন উঠছে যে, এই পদে কাকে বসানো হবে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় নতুন প্রধান পুরোহিতের নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়েছেন।

 

তিনি বলেন, সত্যেন্দ্র দাসের মতো বয়স এবং শ্রদ্ধা খুব কম মানুষেরই আছে।  চম্পত রায় আরও তথ্য দিয়েছেন যে, আচার্য সত্যেন্দ্রকে ছয় মাস আগে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাম মন্দিরে (RAM MANDIR) কোনও প্রধান পুরোহিত থাকবেন না। তিনি বলেন- “আমরা ৬ মাস আগে আচার্য সত্যেন্দ্র দাসকে জিজ্ঞাসা করেছিলাম, এখন কোনও প্রধান পুরোহিত নেই।

 

সত্যেন্দ্র দাসের বয়সী, তাঁর মতো সম্মানিত কেউ নেই এবং এত দিন ধরে হনুমানগড়ীর মহন্ত থাকা কেউও নেই।” চম্পত রায় বলেন যে, “আচার্য সত্যেন্দ্র দাস ১৯৯৩ সাল থেকে রামলালের সেবা করে আসছিলেন। তাকে মাসে মাত্র ১০০ টাকা বেতন দেওয়া হত। আজকের সমস্ত পুরোহিত কম বয়সী।

 

READ MORE: ভূস্বর্গে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ১

তার মতো শিক্ষিত আর কেউ নেই। তাহলে এখন, কাউকে প্রধান পুরোহিত করা তার জন্য অতিরঞ্জিত হবে। অতএব এখন কোন প্রধান পুরোহিত থাকবে না।” উল্লেখ্য যে, রাম মন্দিরের (RAM MANDIR) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস দীর্ঘ অসুস্থতার পর এই বছরের ১২ ফেব্রুয়ারি লখনউয়ের এসপিজিআই হাসপাতালে মারা যান। এরপর তাকে জল সমাধি দেওয়া হয়। তিনি ৩৪ বছর ধরে রাম জন্মভূমিতে প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder