১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমযানের শুভেচ্ছা ইউরোপের সেরা ক্লাবগুলির

সুস্মিতা
  • আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
  • / 15

রিয়াল, বার্সা, ম্যানইউ, লিভারপুল, পিএসজি, জুভেন্টাস

পুবের কলম প্রতিবেদক: পবিত্র রমযান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে সারাবিশ্বের মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের আহার থেকে বিরত রেখে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন। সেইমতো চাঁদের দেখা পেয়ে ১ মার্চ থেকে সউদি আরব-সহ মুসলিম বিশ্বের একাধিক দেশ রোযা পালন শুরু করছে। বিষয়টি মাথায় রেখে সারাবিশ্বে নিজেদের মুসলিম সমর্থকদের পবিত্র রমযানের শুভেচ্ছা জানাল ইউরোপের সেরা ক্লাবগুলি। যে তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা। অন্যদিকে, প্রিমিয়ার লিগের নামি ক্লাবগুলিও একইভাবে সমর্থকদের রমযান মাসের শুভেচ্ছা জানাল।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পেনের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘রমযান কারিম মাদ্রিদিস্তাস! রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরব ও ইসলামি জাতিকে পবিত্র রমযান মাসের শুভেচ্ছা।’ স্পেনের আর এক জায়ান্ট বার্সেলোনা লিখেছে, ‘সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা।’ সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের মগডালে থাকা লিভারপুল লিখেছে, ‘লিভারপুলের পক্ষ থেকে সবাইকে রমযান মুবারক।’ সেখানে আর্সেনাল লিখেছে, ‘যারা এই মাসটি উদ্যাপন করবেন, তাদের প্রত্যেককে নিরাপদ এবং পবিত্র রমযানের শুভেচ্ছা।’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিখেছে, ‘যারা রোযা উদ্যাপন করছেন তাদের সবাইকে জানাই রমযান মুবারক।’
ম্যাঞ্চেস্টার সিটি লিখেছে, ‘সারাবিশ্বে যাঁরা রোযা উদ্যাপন করছেন, সবাইকে রমযানের শুভেচ্ছা।’ এ দিকে ফরাসি ক্লাব পিএসজি লিখেছে, ‘পিএসজির সকল সমর্থককে রমযান মুবারক। আমরা আপনাদের একটি কল্যাণমণ্ডিত মাসের এবং প্রিয়জনদের সঙ্গে চমৎকার মুহূর্ত কামনা করি।’ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস লিখেছে, ‘রমযান মুবারক সাদা-কালোরা। মুসলিম জাতিকে পবিত্র রমযান মাসের শুভেচ্ছা জানাচ্ছে জুভেন্টাস।’ ইন্টার মিলান লিখেছে, ‘ইন্টার পরিবারের পক্ষ থেকে ভালোবাসা, একতা এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে পূর্ণ একটি পবিত্র রমযানের শুভেচ্ছা। এলো রমযান, তাতে আমরা খুব খুশি।’ একইভাবে এসি মিলান লিখেছে, ‘এসি মিলান পরিবারের যারা রোযা পালন করছেন, সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা।’ ইউরোপের এই নামি ক্লাবগুলির বাইরেও বিশ্বের একাধিক ক্লাব তাদের ভক্তদের উদ্দেশ্যে রমযানের শুভেচ্ছা জানিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র রমযানের শুভেচ্ছা ইউরোপের সেরা ক্লাবগুলির

আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার

রিয়াল, বার্সা, ম্যানইউ, লিভারপুল, পিএসজি, জুভেন্টাস

পুবের কলম প্রতিবেদক: পবিত্র রমযান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে সারাবিশ্বের মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের আহার থেকে বিরত রেখে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন। সেইমতো চাঁদের দেখা পেয়ে ১ মার্চ থেকে সউদি আরব-সহ মুসলিম বিশ্বের একাধিক দেশ রোযা পালন শুরু করছে। বিষয়টি মাথায় রেখে সারাবিশ্বে নিজেদের মুসলিম সমর্থকদের পবিত্র রমযানের শুভেচ্ছা জানাল ইউরোপের সেরা ক্লাবগুলি। যে তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা। অন্যদিকে, প্রিমিয়ার লিগের নামি ক্লাবগুলিও একইভাবে সমর্থকদের রমযান মাসের শুভেচ্ছা জানাল।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পেনের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘রমযান কারিম মাদ্রিদিস্তাস! রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরব ও ইসলামি জাতিকে পবিত্র রমযান মাসের শুভেচ্ছা।’ স্পেনের আর এক জায়ান্ট বার্সেলোনা লিখেছে, ‘সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা।’ সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের মগডালে থাকা লিভারপুল লিখেছে, ‘লিভারপুলের পক্ষ থেকে সবাইকে রমযান মুবারক।’ সেখানে আর্সেনাল লিখেছে, ‘যারা এই মাসটি উদ্যাপন করবেন, তাদের প্রত্যেককে নিরাপদ এবং পবিত্র রমযানের শুভেচ্ছা।’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিখেছে, ‘যারা রোযা উদ্যাপন করছেন তাদের সবাইকে জানাই রমযান মুবারক।’
ম্যাঞ্চেস্টার সিটি লিখেছে, ‘সারাবিশ্বে যাঁরা রোযা উদ্যাপন করছেন, সবাইকে রমযানের শুভেচ্ছা।’ এ দিকে ফরাসি ক্লাব পিএসজি লিখেছে, ‘পিএসজির সকল সমর্থককে রমযান মুবারক। আমরা আপনাদের একটি কল্যাণমণ্ডিত মাসের এবং প্রিয়জনদের সঙ্গে চমৎকার মুহূর্ত কামনা করি।’ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস লিখেছে, ‘রমযান মুবারক সাদা-কালোরা। মুসলিম জাতিকে পবিত্র রমযান মাসের শুভেচ্ছা জানাচ্ছে জুভেন্টাস।’ ইন্টার মিলান লিখেছে, ‘ইন্টার পরিবারের পক্ষ থেকে ভালোবাসা, একতা এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে পূর্ণ একটি পবিত্র রমযানের শুভেচ্ছা। এলো রমযান, তাতে আমরা খুব খুশি।’ একইভাবে এসি মিলান লিখেছে, ‘এসি মিলান পরিবারের যারা রোযা পালন করছেন, সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা।’ ইউরোপের এই নামি ক্লাবগুলির বাইরেও বিশ্বের একাধিক ক্লাব তাদের ভক্তদের উদ্দেশ্যে রমযানের শুভেচ্ছা জানিয়েছে।