বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় অসহায় শিশুদের দায়িত্ব নেবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
ইমামা খাতুন
- আপডেট :
৫ জুন ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক: একটা ট্রেন দুর্ঘটনা নিঃস্ব করে দিয়েছে অসংখ্য পরিবারকে। কেউ হয়ত বাবাকে হারিয়েছে। কেউ হয়ত হারিয়েছে মা’কে। কারও বাবা-মা বরাতজোরে প্রাণরক্ষা পেলেও হয়ত গুরুতর চোট পেয়েছেন। আর সেই বিষয়টি বিবেচনা করে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিজেদের দরজা খুলে দিল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর।
ওড়িশায় রেল দুর্ঘটনার জেরে যে শিশুরা অনাথ হয়ে গিয়েছে বা যে শিশুদের অভিভাবকরা আহত হয়েছেন ও কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের দেখভালের দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রধান সচিব স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ।
কেন্দ্র-রাজ্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঠিকই। কিন্তু এমন শিশুরা আছে যাদের মাথার ওপর কেউ নেই। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
এদিন স্বামী নিত্যরূপানন্দ জানিয়েছেন, ‘বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন দেশের একাধিক জায়গায় অনাথ আশ্রম চালায়। এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে, কিম্বা অভিভাবক গুরুতর আহত হয়েছেন, ৫ থেকে ১৪ বছর বয়সী সেই সব শিশুর পড়াশোনা সহ সমস্ত দায়িত্ব আমরা নেব। প্রয়োজনে ১৮ বছর পর্যন্ত আমরা তাদের দেখব।’ যোগাযোগ করার জন্য একটি মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। rkvmsecretary@gmail.com