Ramanavami: নাইটদের ম্যাচ গুয়াহাটিতে

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 98
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: Ramanavami-র কারনে ইডেন থেকে সরে গেল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়েন্টসের মধ্যে ম্যাচ। যেমনটা মনে করা হয়েছিল, তেমনটাই হল। ৬ এপ্রিল এই ম্যাচটি হওয়ার কথা ছিল ইডেনে। ওই দিনই পড়েছে Ramanavami। জানানো হয়েছে, এই ম্যাচটি হবে গুয়াহাটিতে।
⚫️ আইপিএল প্রতি ৫ সেকেন্ডে বিজ্ঞাপনের দর ১১ লক্ষ টাকা
৬ এপ্রিল Ramanavami-র দিনে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়, এই মর্মে কলকাতা পুলিশের তরফ থেকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় সিএবিকে। কলকাতা পুলিশের সেই দাবি বিসিসিআইকে জানায় সিএবি। তারপরে বিসিসিআই জানিয়ে দিল, ম্যাচের দিন বদলানো হচ্ছে না। তবে ম্যাচটি স্থানান্তরিত করা হচ্ছে গুয়াহাটিতে। উল্লেখ্য, গুয়াহাটির হোম টিম হিসেবে দুটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। তার মধ্যে একটি ম্যাচ রয়েছে কেকেআরের বিরুদ্ধে।