১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নকল ঘি বিক্রির অভিযোগ রামদেবের ‘পতঞ্জলী’র বিরুদ্ধে

ইমামা খাতুন
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 6

পুবের কলম ওয়েব ডেস্কঃ  এক সময় যোগগুরু হিসেবে দেশে জনপ্রিয় হয়েছিলেন রামদেব। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশীয় পণ্য তৈরির ব্যবসায় নামেন রামদেব। অল্প দিনেই ফুলেফেঁপে উঠেছিল ‘পতঞ্জলী’। দেশে এই ব্র্যান্ডের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে এর বিরুদ্ধে বারবার নানা বিতর্কের সূত্রপাত হয়েছে। ফের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পতঞ্জলীর বিরুদ্ধে। আর সেই অভিযোগ উঠেছে কাইজারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের পক্ষ থেকে। তার দাবি, বাবা রামদেব ব্র্যান্ডের নামে ‘ফেক ঘি’ বিক্রি করছেন। এভাবে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এমনকি তার যোগাসন ‘কপালভাতি’ নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। যোগগুরু রামদেব ভুল পদ্ধতিতে মানুষকে এটি শেখাচ্ছেন, যার মারাত্মক কুপ্রভাব পড়তে পারে বলে অভিযোগ এমপি-র। রামদেবকে এ নিয়ে আইনি নোটিশও পাঠানো হয়েছে। তাকে নকল ঘি বানানো বন্ধ করতে ও ক্ষমা চাইতে বলেছেন বিজেপি সাংসদ। কিন্তু রামদেবের সাফ জবাব, আমার ঘি খাঁটি দুধেই তৈরি। আমি কখনই ক্ষমা চাইব না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নকল ঘি বিক্রির অভিযোগ রামদেবের ‘পতঞ্জলী’র বিরুদ্ধে

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  এক সময় যোগগুরু হিসেবে দেশে জনপ্রিয় হয়েছিলেন রামদেব। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশীয় পণ্য তৈরির ব্যবসায় নামেন রামদেব। অল্প দিনেই ফুলেফেঁপে উঠেছিল ‘পতঞ্জলী’। দেশে এই ব্র্যান্ডের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে এর বিরুদ্ধে বারবার নানা বিতর্কের সূত্রপাত হয়েছে। ফের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পতঞ্জলীর বিরুদ্ধে। আর সেই অভিযোগ উঠেছে কাইজারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের পক্ষ থেকে। তার দাবি, বাবা রামদেব ব্র্যান্ডের নামে ‘ফেক ঘি’ বিক্রি করছেন। এভাবে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এমনকি তার যোগাসন ‘কপালভাতি’ নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। যোগগুরু রামদেব ভুল পদ্ধতিতে মানুষকে এটি শেখাচ্ছেন, যার মারাত্মক কুপ্রভাব পড়তে পারে বলে অভিযোগ এমপি-র। রামদেবকে এ নিয়ে আইনি নোটিশও পাঠানো হয়েছে। তাকে নকল ঘি বানানো বন্ধ করতে ও ক্ষমা চাইতে বলেছেন বিজেপি সাংসদ। কিন্তু রামদেবের সাফ জবাব, আমার ঘি খাঁটি দুধেই তৈরি। আমি কখনই ক্ষমা চাইব না।