রামনবমীতে হিংসা, সিবিআই চেয়ে মামলা বিরোধী দলনেতার

- আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার
- / 18
পারিজাত মোল্লাঃ শুক্রবার কলকাতা হাইকোর্টের কাছে রামনবমীর হিংসাত্মক ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রামনবমীতে বিক্ষিপ্তভাবে হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি, সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। এদিন আদালত মামলা করার অনুমতি দেয়। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।গত বৃহস্পতিবার হাওড়ার ঘটে যাওয়া ওই অশান্তির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , -“যারা জোর করে অশান্তি পাকিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”। পুলিশের একাংশের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ওই ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।একই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের ডালখোলায়। জানা গিয়েছে, পরিস্থিতি থমথমে হলেও হাওড়া ও ডালখোলায় শুক্রবার করে কোনও উত্তেজনা তৈরি হয়নি। তবে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রামনবমীর দিন হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরে ইসলামপুরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । এই দু’টি ঘটনার জন্য পুলিশকে দায়ী করে বঙ্গবিজেপি । শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দু’টি ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ।