রামপুরহাট কাণ্ডঃ সাসপেন্ডেড আইসিকে তলব করল সিবিআই

- আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাট কাণ্ড নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। গতকালই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো সায়ন আহমেদকে ডেকে পাঠানো হয়। তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আজ সাসপেন্ডেড আইসি ত্রিদীপ প্রামাণিককে তলব করল সিবিআই। বগটুই কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার দিন পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দমকলের আধিকারিকদেরও তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে সিবিআই।
এদিকে গোটা ঘটনায় অনুব্রত মণ্ডলের নামও জড়িয়েছে। বগটুই কাণ্ডে নাজেমা বিবির স্বামী দাবি করেছেন তোলাবাজির টাকার বখরা নিয়ে প্রায়ই গণ্ডগোল লেগে থাকত সোনা শেখের সঙ্গে। সেই টাকার ভাগ অনুব্রত মণ্ডলও পেতেন। এদিকে অনুব্রত বলেছেন, এই ধরনের বক্তব্যে ভিত্তিহীন।
বগটুই গ্রামে গিয়ে পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই গ্রাম থেকেই মুখ্যমন্ত্রী বলেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আর এই নিয়ে কোনও অভিযোগ শুনতে চাই না। গ্রামে অস্থায়ী ক্যাম্প করে পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন তিনি। ঠিকভাবে কাজ করতে না পারলে পুলিশে কাজ করার কোনও দরকার নেই বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার আশ্বাস পেয়েই গ্রামছাড়ারা ঘরে ফিরতে শুরু করেন।
উত্তরবঙ্গ সফরে থেকেও মুখ্যমন্ত্রী বগটুই গ্রামের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল বগটুই কাণ্ডে মৃত্যু হয়েছে নাজেমা বিবির। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯।