রামপুরহাট কাণ্ডঃ ‘টিভি বাস্ট করে অগ্নিদগ্ধ’ ‘অনুব্রত’র মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নিরপেক্ষ তদন্তের নির্দেশ

- আপডেট : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুহাটের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় অনুব্রত’র করা মন্তব্য নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত বলেন, ‘টিভি বাস্ট’ করে এই অগ্নিদন্ধের ঘটনা ঘটেছে। তার পরেই দমকল ঘটনাস্থলে যায়। আগুন নিভিয়ে ফেলে।’ অনুব্রতের করা মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘ভিন্ন ভিন্ন জায়গায় দশটি বাড়িতে একসঙ্গে কিভাবে টিভিতে সর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে ? গ্রামের মানুষ অন্য কথা বলছে।’ পুলিশ কে নিরপেক্ষ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, তৃণমূলে উপপ্রধানের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রামপুরহাট। বগটুই গ্রাম থেকে উদ্ধার ১০ জনের অগ্নিদগ্ধ দেহ। সোমবার রাতেই তিনটি দেহ উদ্ধার হয়েছে, আজ মঙ্গলবার বাকি দেহ উদ্ধার করা হয়েছে বলে দমকলের দাবি। এই ঘটনায় নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় রণক্ষেত্র বগটুই গ্রাম। এর পরেই একাধিক বাড়িতে আগুন ধরিয়ে চলে তাণ্ডব। সেইসঙ্গে চলে বোমাবাজি। যদিও পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এখনও অবধি সাতজনের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে ডিআইজি-সিআইডির নেতৃত্বে দল যাচ্ছে রামপুরহাটে। গঠন করা হয়েছে সিটও।
এদিকে আজ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক বলেন, এই রামপুরহাট কাণ্ডে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাত থেকেই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে আছেন জ্ঞানবন্ত সিং। এটি কোনও রাজনৈতিক ঘটনা, না এর পিছনে অন্য ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, তৃণমূলে উপপ্রধানের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রামপুরহাট। বগটুই গ্রাম থেকে উদ্ধার ১০ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে দমকলের দাবি। দমকলের বক্তব্য, সোমবার রাতেই তিনটি দেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বাকি দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দেরও বক্তব্য, ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ওসিকে ক্লোজ, এসডিপিওকে অপসারণ হয়েছে। রামপুরহাট হাসপাতালে ৯ টি অগ্নিদগ্ধ মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২টি শিশু, ৫ জন মহিলা, ও ২ জন বয়স্ক পুরুষ রয়েছেন। এই ঘটনায় নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ভাদু শেখ। সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়কের পাশ থেকে উপপ্রধান ভাদু শেখকে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এরপরই ভাদু শেখের অনুগামীরা তাণ্ডব চালায়। বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।স্থানীয় সূত্রে খবর গতকাল তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের বদলা নিতে ১২ জনকে পুড়িয়ে মারা হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ৪০টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত।
যদিও পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, এখনও অবধি সাতজনের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে ডিআইজি-সিআইডির নেতৃত্বে দল যাচ্ছে রামপুরহাটে। গঠন করা হচ্ছে সিটও।
সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়কের পাশ থেকে উপপ্রধান ভাদু শেখকে বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এরপরই ভাদু শেখের অনুগামীরা তাণ্ডব চালায়। বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সেই গ্রাম থেকে সাতজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। সোমবার রাতেই গ্রামে যান দমকলের আধিকারিকরা। দমকলেরই এক আধিকারিক জানান, সোমবার রাতে তিনজনের দেহ এবং মঙ্গলবার সকালে সাতজনের দেহ উদ্ধার হয়।
গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। রামপুরহাট পুলিশ ঘটনার তদন্ত করছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আজ নিহত ভাদু শেখের দেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ে তার মা ও স্ত্রী। নিহত ভাদু শেখের স্ত্রী ও মা খুনিদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।