রামপুরহাট কাণ্ডঃ আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্কঃ বগটুই গ্রামে গিয়ে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আনারুল আত্মসমর্পণ করলে ভালো, না হলে তাকে গ্রেফতার করুন, পুলিশকে নির্দেশ মমতার। এদিন তিনি বলেন, ঘটনার দিন যারা জেনে শুনে পুলিশকে কাজে লাগাতে পারেনি তাদের আমি শাস্তি চাই। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠানো হয়নি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আনারুলের খোঁজে আনারুলের বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাড়ির বাইরে থেকে ডাকাডাকির পর বাড়ির ভেতর থেকে দুই মহিলা বেরিয়ে আসতেই তাঁদের সঙ্গে বাড়ির ভিতরে যায় পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ জানয়, তারা অন ডিউটিতে আছেন, এই বিষয়ে কোনও কথা তারা জানাতে পারবেন না।
এদিকে আনারুলের অনুগামীদের বক্তব্য, আনারুলকে ধরতে এলে তারা এর বিরোধ করবে। সেই সঙ্গে তারা জানান, মুখ্যমন্ত্রীর কথা অবাধ্য আমরা হচ্ছি না, তবে আনারুলকে ধরতে এলে আমরা বিক্ষোভ দেখাব। কারণ আনারুল খুব ভালো মানুষ। আমরা চাই না তাকে গ্রেফতার করা হোক।