পুবের কলম প্রতিবেদক: রেশন কার্ড (Ration Card) নিয়ে একের পর এক নয়া বিধি বা নিয়ম চালু করে চলেছে কেন্দ্রীয় সরকার। অনেক আগেই রেশন কার্ডের (Ration Card) সঙ্গে গ্রাহকদের আধার কার্ডের (Aadhaar Card) লিঙ্ক করা হয়ে গিয়েছে। তবে এবার রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্যাসের মতো এবার ভরতুকি ব্যবস্থা আনা হচ্ছে এবার রেশন ব্যবস্থায়। যার ফলে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তাই এবার সেই নিয়ে স্পষ্ট ধারণা দিলেন বাংলার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
সূত্রের খবর, গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া দেশের সমস্ত রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে রেশন সংক্রান্ত মিটিং করেন। সেখানে কেন্দ্র সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে জানায়। রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধনের কথাও বলা হয়। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে রেশনের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card), মোবাইল লিঙ্কের পরে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে। আসলে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই ধরনের রেশন ব্যবস্থা প্রদান করে গ্রাহকদের। যার মধ্যে কেন্দ্রের তরফে মেলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আর রাজ্যের তরফে মেলে খাদ্যসাথী প্রকল্প। তাই সেক্ষেত্রে ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে। আর তার জন্য রেশন সামগ্রী কেনার পর গ্রাহক তাঁর ভরতুকির টাকা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আরও পড়ুন: বাংলাকে ভাগ করবেন না: শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী
কেন্দ্রের এই পরিকল্পনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। আগামীতে রেশনে চাল-গম বিলির বদলে একটি নগদ মূল্য হিসেবে ভরতুকির রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্র। কিন্তু আসল তথ্য কী সেই সম্পর্কে খোলসাভাবে কিছুই জানা যায়নি। শেষে এই বিষয়ে গত সোমবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এক স্পষ্ট ধারণা প্রকাশ করেন। তিনি বলেন ‘রেশনের ভরতুকি বা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয় কেন্দ্রের তরফ থেকে এখনও অবধি রাজ্যকে স্পষ্ট জানানো হয়নি। কোনও কথাও হয়নি এ ব্যাপারে। হয়তো কেন্দ্রের পরিকল্পনার তালিকায় রয়েছে সবটা।’ এ ছাড়াও তিনি আরও বলেন, ‘রাজ্যে ৯৫ শতাংশের বেশি ভোক্তাদের কেওয়াইসি করা আছে। এমনকী আধার (Aadhaar Card) লিঙ্কও করা আছে। ফলে কেন্দ্র চাইলেই ব্যাঙ্কের তথ্য সেখান থেকেই পেয়ে যাবে। তার জন্য গ্রাহকদের হয়রানির শিকার হতে হবে না।’
এ দিকে কেন্দ্রের এই নয়া ভরতুকি সিস্টেম নিয়ে বেশ ক্ষুব্ধ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাঁদের অভিযোগ সরকার রেশন সিস্টেমে গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই এই ধরনের উদ্যোগ নিচ্ছে। আর তাই কিছুতেই এই দাবি মানতে চাইছে না ডিলার্সরা। আর তাতেই এবার প্রতিবাদের পথ দেখছে তাঁরা। জানা গিয়েছে আগামী ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এ ছাড়াও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান চালানো শুরু হয়েছে। ঘেরাও হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন। এমনকী বলা হয়েছে যদি এতে কোনও ফলাফল না মেলে তাহলে অনির্দিষ্টকালের জন্য দেশে রেশন ধর্মঘট করা হবে।