মুম্বই: সম্প্রতি মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শাশুড়িকে সঙ্গে নিয়ে তিনি মহাকুম্ভে পৌঁছেছিলেন। কিন্তু ত্রিবেণি সঙ্গমে স্নান করার সময়ে ক্যাটরিনাকে ঘিরে ধরেছিল মানুষের ঢল। অন্য পুণ্যার্থীরা স্নান করার বদলে ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টির চরম নিন্দা করলেন রবীনা ট্যান্ডন। অভিনেত্রী রবীণা ট্যান্ডন বলেছেন যে, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের সময় বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ছবি তোলা একজন ব্যক্তির কর্মকাণ্ডে তিনি বিরক্ত। প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ড্রোন থেকে রেকর্ড করা বেশ কয়েকটি ভিডিও অনলাইনে প্রচারিত হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একদল স্নানরত পুরুষ স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন। সেই পুরুষদের মধ্যে একজন ক্যামেরায় বলেন, তএটা আমি, এ আমার ভাই। আর এ হল ক্যাটরিনা কাইফ।’ এই বলেই তাঁরা হেসে ওঠেন। এটা দেখে নেটিজনেরাও মনে করছেন, কুম্ভে ক্যাটরিনাকে হেনস্থা করা হচ্ছে।এই প্রসঙ্গেই রবীনা মন্তব্য করেন, ‘খুবই বিরক্তিকর বিষয়। শান্ত ও অর্থপূর্ণ একটা মুহূর্তকে কী ভাবে নষ্ট করতে হয়, তা এরা ভালই জানে।’