ওয়াইসিই ‘বিগ বস’; আসল লড়াই এআইএমআইএম এবং বিজেপির মধ্যে: কিষাণ রেড্ডি

- আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
- / 41
পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে ‘বিগ বস’ বলে সম্বোধন করেছেন। কংগ্রেস এবং বিআরএসকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি কিষাণ রেড্ডি। ওয়াইসি এই দলগুলির ‘বিগ বস’ মঙ্গলবার মন্তব্য করেন তিনি। হায়দরাবাদ পুর কর্পোরেশন (GHMC) নির্বাচন মূলত পদ্ম শিবির এবং এআইএমআইএমের মধ্যে হবে বলে এদিন তিনি সাফ জানান। নির্বাচনে রাজ্য কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ পদ্মনেতা কিষাণ রেড্ডি। রাজ্যে কংগ্রেস সরকারকে উৎখাত করার কোনও ইচ্ছা নেই বলেও জানান তিনি। আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি বলেন, নির্বাচন যখনই হবে বিজেপিই ক্ষমতায় আসবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ইয়ং ইন্ডিয়ার মুখ হলেও বিজেপির ব্র্যান্ড হল মূলত জাতীয়তাবাদ।
আরও পড়ুন: ৩৫টি ওষুধের উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ জারি কেন্দ্রের
আসাদুদ্দিন ওয়াইসির পাশাপাশি তিনি ওয়াকফ সংশোধনী বিল নিয়েও এদিন মন্তব্য করেন। ওয়াকফ বিল সংসদে ২৬ ঘণ্টা ধরে আলোচনা করা হয় এবং বিজেপির নির্বাচনী ইশতেহারেও ছিল বলে উল্লেখ কিষাণ রেড্ডির। তিনি বিলের বিরুদ্ধে বিক্ষোভকে আমল দিতে চাননি। গরিব মুসলিমরা এই সংশোধনী আইনের মাধ্যমে উপকৃত হবেন বলে জানান। ১৭ এপ্রিল সংখ্যালঘুদের জন্য একটি কর্মসূচির কথাও ঘোষণা করেছেন। যা ওয়াকফ বোর্ডের সঙ্গে সম্পর্ক নয় বলে খবর।