দিল্লিতে ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামে’র সংবর্ধনা প্রদান

- আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার
- / 13
নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবের স্পিকার হলে ‘অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামে’র উদ্যোগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সভাপতি সহ সমগ্র কমিটির পদাধিকারীদের সংবর্ধনা প্রদান সভা হল । সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ অদ্রীশ আগরওয়াল (সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সম্পাদক), রোহিত পাণ্ডে সহ সমগ্র বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জি. বালাকৃষ্ণান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিচারপতি ও আইনজীবি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিবিদ সহ প্রশাসনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র ভারতবর্ষ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মহতি অনুষ্ঠান এক কথায় বর্ণময় আলোকখচিত মিলনমেলা। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত অতিথিদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি ।