২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৯ ছাত্রীকে সংবর্ধনা হুদা এডুকেশনের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক :   উত্তর দিনাজপুরের করণদিঘী থানার অন্তর্গত বুড়িহানে অবস্থিত প্রতিষ্ঠিত হুদা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ‘জামিয়া উম্মুল মু’মিনীন খাদিজা (রা.) বালিকা মাদ্রাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিদায়ী ছাত্রীদের সম্মানে এই অনুষ্ঠান হয়। এবছর ১৯জন ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে ফজিলতের সনদপ্রাপ্ত হন । তাদের সন্মাননা দেওয়া হয়। গত বুধবার সন্ধ্যায় ট্রাস্টের সম্পাদক শিশ মুহাম্মাদ সালাফির সভাপতিত্বে এবং আধুল হালিম বুখারির সঞ্চালনায় পবিত্র কুরআন মাজীদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর বিদায়ী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার। ট্রাস্টের চেয়ারম্যান জনাব মতিউর রহমান মাদানির পত্নী উম্মে আরওয়ার পক্ষ থেকে বোরকা,সেলাই মেশিনসহ নানা সমগ্ৰী দেওয়া।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশাণগঞ্জের জামিয়া আয়েশা আল-ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খ মুযযাম্মিলুল হক মাদানি, তাওহিদ এজুকেশনাল ট্রাস্টের বিশিষ্ট সদস্য আধুর রশিদ মাযাহিরি এবং মুহাম্মাদ রিযওয়ান সালাফি। এদিন অনুষ্ঠানে আরও হাজির ছিলেন হাজী আধুল কাদির ফাইজি, মুহাম্মাদ ইউসুফ আলিয়াবি, শায়খ আধুল আযিয ফাইযি, মুহাম্মাদ ফাইসাল মাদানি, মুহাম্মাদ মুতাআল্লিম মাদানি, এনামুল হক বুখারি মাদানি প্রমুখ ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৯ ছাত্রীকে সংবর্ধনা হুদা এডুকেশনের

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক :   উত্তর দিনাজপুরের করণদিঘী থানার অন্তর্গত বুড়িহানে অবস্থিত প্রতিষ্ঠিত হুদা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ‘জামিয়া উম্মুল মু’মিনীন খাদিজা (রা.) বালিকা মাদ্রাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিদায়ী ছাত্রীদের সম্মানে এই অনুষ্ঠান হয়। এবছর ১৯জন ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে ফজিলতের সনদপ্রাপ্ত হন । তাদের সন্মাননা দেওয়া হয়। গত বুধবার সন্ধ্যায় ট্রাস্টের সম্পাদক শিশ মুহাম্মাদ সালাফির সভাপতিত্বে এবং আধুল হালিম বুখারির সঞ্চালনায় পবিত্র কুরআন মাজীদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর বিদায়ী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় কিছু উপহার। ট্রাস্টের চেয়ারম্যান জনাব মতিউর রহমান মাদানির পত্নী উম্মে আরওয়ার পক্ষ থেকে বোরকা,সেলাই মেশিনসহ নানা সমগ্ৰী দেওয়া।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশাণগঞ্জের জামিয়া আয়েশা আল-ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খ মুযযাম্মিলুল হক মাদানি, তাওহিদ এজুকেশনাল ট্রাস্টের বিশিষ্ট সদস্য আধুর রশিদ মাযাহিরি এবং মুহাম্মাদ রিযওয়ান সালাফি। এদিন অনুষ্ঠানে আরও হাজির ছিলেন হাজী আধুল কাদির ফাইজি, মুহাম্মাদ ইউসুফ আলিয়াবি, শায়খ আধুল আযিয ফাইযি, মুহাম্মাদ ফাইসাল মাদানি, মুহাম্মাদ মুতাআল্লিম মাদানি, এনামুল হক বুখারি মাদানি প্রমুখ ।