রেকর্ড: মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে লড়ছেন ৯৪৫ প্রার্থী

- আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্ক: ১৫তম সাধারণ নির্বাচন মালয়েশিয়ায়। ২২২টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিভিন্ন দলের ৯৪৫ জন প্রার্থী। সংসদীয় আসনের মোট প্রার্থীর মধ্যে, পাকাতান হারাপান (পিএইচ) সর্বাধিক সংখ্যক প্রার্থী দিয়েছে (২০৬ জন), তারপরে বারিসান ন্যাশনাল (বিএন) ১৭৮, পেরিকাটান ন্যাশনাল (পিএন) ১৪৯, এবং পেজুয়াং ১১৬। এ নির্বাচনে মোট ১০৮ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ নির্বাচনের ভোটার তালিকায় মালয়েশিয়ার ২ কোটি ১০ লক্ষ ভোটার রয়েছেন। ২২২ জন আইনপ্রণেতা নির্বাচনের জন্য এরা ভোট দেবেন। আর সরকার গঠনের জন্য নির্দিষ্ট দল বা জোটকে ১১২টি আসন জিততে হবে। এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে মরিয়া। তবে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ বলেছেন, তিনি তৃতীয়বারের মতো দেশটির সংসদীয় পদে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন। শনিবার মালয়েশিয়ার রাজনৈতিক নেতারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
মাহাথিরও উত্তর-পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপপুঞ্জ লাংকাউইতে নির্বাচনী প্রচারে যান। সেসময় তিনি জানান, এবারের নির্বাচনে তার জয়লাভ করার একটি ভালো সুযোগ রয়েছে। অবসরে যাওয়ার পরামর্শ হেসে উড়িয়ে দিয়ে ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আমি এখনও দাঁড়িয়ে আছি এবং আপনার সাথে কথা বলছি।
আমার মনে হচ্ছে আমি যুক্তিসঙ্গত উত্তর দিচ্ছি।’ মাহাথির মুহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ২ বছরেরও কম সময় ক্ষমতায় থেকে ২০২০ সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি, অভিজ্ঞ রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম এবং মুহিউদ্দিন ইয়াসিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।