BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট অধিকার হরণের প্রতিবাদে সোমবার রাজ্যের আইনজীবীদের ধর্মঘট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম কুরআনের আলোকে মাতৃভাষার মর্যাদা

অগ্নিবীর হিসেবে ৪৬ হাজার পদে নিয়োগ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

নয়াদিল্লি: ভারতে বেকারত্ব এনডিএ জমানায় ভয়াবহ আকার নিচ্ছে। যুব সম্প্রদায় কাজ না পেয়ে হতাশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করল অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর হিসেবে ৪৬ হাজার পদে নিয়োগ করা হবে। সূত্রের খবর, ১৭ বছর থেকে ২৩ বছর বয়স্করা আবেদন করতে পারবেন। অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের নিয়োগ করা হবে। বেতন ধার্য হয়েছে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। যাঁদের নিয়োগ করা হবে ভারতের নানা প্রান্তে তাঁদের কাজ করানো হবে। এ ছাড়া চার বছর পরে অবসর গ্রহণের পর দেওয়া হবে ১১ লক্ষাধিক টাকা।
সূত্রের খবর, অবসর গ্রহণের পরে অগ্নিবীরদের কাজের ব্যবস্থা করা হবে নানা সংস্থায়। যেমন, ওঁরা অবসরের পরে কাজ পেতে পারেন সিআরপিএফ, জিআরপি, বিএসএফ, বন দফতর, রাজ্য পুলিশ, ব্যাঙ্ক, বিমানব¨র, সমুoব¨র এবং রেলে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের আরও বেশ কিছু সংস্থায় নিয়োগ করা হবে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেড, গোয়া শিপইয়ার্ড লিমিটেড, হি¨ুস্তান শিপইয়ার্ড লিমিটেড, ট্রুপ কমফোর্টস লিমিটেড, বিইএমএল লিমিটেডের মতো বিভিন্ন সংস্থা। মোট ৮০টি সংস্থায় অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের নিয়োগ করা হবে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder