নয়াদিল্লি: ভারতে বেকারত্ব এনডিএ জমানায় ভয়াবহ আকার নিচ্ছে। যুব সম্প্রদায় কাজ না পেয়ে হতাশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করল অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর হিসেবে ৪৬ হাজার পদে নিয়োগ করা হবে। সূত্রের খবর, ১৭ বছর থেকে ২৩ বছর বয়স্করা আবেদন করতে পারবেন। অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের নিয়োগ করা হবে। বেতন ধার্য হয়েছে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। যাঁদের নিয়োগ করা হবে ভারতের নানা প্রান্তে তাঁদের কাজ করানো হবে। এ ছাড়া চার বছর পরে অবসর গ্রহণের পর দেওয়া হবে ১১ লক্ষাধিক টাকা।
সূত্রের খবর, অবসর গ্রহণের পরে অগ্নিবীরদের কাজের ব্যবস্থা করা হবে নানা সংস্থায়। যেমন, ওঁরা অবসরের পরে কাজ পেতে পারেন সিআরপিএফ, জিআরপি, বিএসএফ, বন দফতর, রাজ্য পুলিশ, ব্যাঙ্ক, বিমানব¨র, সমুoব¨র এবং রেলে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের আরও বেশ কিছু সংস্থায় নিয়োগ করা হবে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেড, গোয়া শিপইয়ার্ড লিমিটেড, হি¨ুস্তান শিপইয়ার্ড লিমিটেড, ট্রুপ কমফোর্টস লিমিটেড, বিইএমএল লিমিটেডের মতো বিভিন্ন সংস্থা। মোট ৮০টি সংস্থায় অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের নিয়োগ করা হবে।