BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট দূরদর্শনে সম্প্রচারের অনুমতি পেল না স্যার সৈয়দ আহমদের বায়োপিক অধিকার হরণের প্রতিবাদে সোমবার রাজ্যের আইনজীবীদের ধর্মঘট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আম আদমি পার্টিকে হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু, ভোটে জেতার পর ১১ দিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর ফ্রান্স ও আমেরিকা সফরের জন্য এই বাছাই-প্রক্রিয়া দেরি হচ্ছে বলে জানা যায়। স্বভাবতই ভেসে আসছিল একাধিক নাম। অবশেষে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তা। এদিনই দিল্লি বিজেপির পরিষদীয় দল তাঁকে নেত্রীর হিসাবে বেছে নেয়। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন।

রেখা গুপ্তার নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান। তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়।

বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় আরএসএসের  ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথম বার বিধায়ক হলেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক মহিলা নেত্রী, সুষমা স্বরাজ। ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয় দলের অন্দরে।

উঠে এসেছিল বেশ কিছু নাম। সব কিছু ঠিক থাকলে শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সুষমা স্বরাজের পর বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন রেখা গুপ্তা ৷

এ দিন নয়াদিল্লি আসনে আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder