রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি

- আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমযান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। তাই রমযান উপলক্ষে ১০২৫ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়।
আমিরাতের বার্তা সূত্রে আরো জানা যায়, রমযান মাস উপলক্ষে ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন। তা ছাড়া অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেওয়া হয়।
আমিরাতে রমযানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রাধানদের একটি সাধারণ রীতি। বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচকভাবে ভূমিকার রাখার সুযোগ পান।
এদিকে তারাবির মাধ্যমে রমযান মাস শুরু করেছে সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিভিন্ন দেশের মুসলিমরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন। আর শুক্রবার থেকে রোজা পালন শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা।