পুবের কলম প্রতিবেদক, বারাসত: পেশাগত দিক দিয়ে এরা কেউ শিক্ষক, কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, কেউবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী। সকলেই প্রায় গ্রাম ছেড়ে শহরে আস্তানা গেড়েছেন বেশ কয়েক বছর আগেই। বারাসাতের জগদিঘাটা কাজীপাড়ার মাস্টার কলোনির এইসব বাসিন্দারা সংগঠিত হয়ে সমাজসেবার কাজটি চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তাদের সংগঠনের নাম উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির, সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবছর আয়োজন করে দুস্থ ও এতিমদের ভুরি ভোজনের। রীতিমতো প্যান্ডেল বেঁধে খাবার টেবিল সাজিয়ে বিরিয়ানি, মিষ্টি সহযোগে পেট পুরে খাওয়ালেন ১৯০ জন দুস্থ অনাথকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টনেরা। রক্তদানের মতো মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন ২১ জন আবাসিক, জানালেন ট্রাস্টের সম্পাদক আব্দুল ওদুদ মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাজি মারিয়াম মাসুদ, ডা. আব্দুল আজিম,ট্রাষ্টের সহ-সভাপতি লিয়াকত আলি মল্লিক ,উপদেষ্টা মেহবুব মন্ডলসহ অন্য সদস্যরা। সার্বিকভাবে সহযোগিতা করেছেন এখানকার বাসিন্দারা। এদিন সন্ধ্যায় রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতাটির নাট্য অভিনয় করে উত্তরাচলের কচিকাঁচারা।