অকেজো বগি দিয়ে তৈরি হচ্ছে রেস্তরাঁ, আয় বাড়াতে অভিনব পথ রেলের

- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 6
আসিফ রেজা আনসারীঃ বিভিন্ন স্টেশন, রেলের কোচ ইত্যাদিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছে বহুজাতিক সংস্থাগুলি। আর এর মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আদায় করছে ভারতীয় রেল। এমনকী মেট্রো স্টেশনগুলির নামে সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে নানা সংস্থার নামও। এবার রাজস্ব আদায়ের অতিরিক্ত উৎস হিসাবে ভারতীয় রেল পুরনো বগিগুলিকে আরামদায়ক ও সুন্দর রেস্তরাঁয় পরিণত করতে চলেছে। রেল কর্তৃপক্ষ ‘চাকার উপর রেস্তরাঁ’ বা রেস্টুরেন্ট অন হুইলস্ প্রকল্প নিয়ে এসেছে। পূর্ব রেলের আসানসোল রেল স্টেশনে যেসব পুরনো বগি আর কাজে লাগছে না, সেগুলিকেই রেস্তরাঁ বদলে ফেলার কাজ শুরু হয়েছে। এবার রেলের চোখ উত্তরবঙ্গের দিকে।
রেল সূত্রে খবর- উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ব্যবহারযোগ্য নয়, এমন কিছু পুরনো ট্রেনের বগিকে রেস্তরাঁয় পরিণত করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় এভাবে রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব সীমান্ত রেলের ৫টি শাখায় ১৫টি এ ধরনের রেস্তরাঁ চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার শাখার ৭টি এবং নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, মাদারিহাট, লাটাগুড়ি, চালসা, রাজাভাতখাওয়া এবং নিউ মাল স্টেশন চত্বরে এই রেস্তরাঁগুলি খোলা হবে।
কী কী থাকবে রেলের ‘চাকার উপর রেস্তরাঁ’য়?
রেল বলছে যাত্রীদের আকর্ষণ করতে ঐতিহ্যবাহী ও নান্দনিকভাবে রেস্তরাঁগুলি সাজিয়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষ পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে এই রেস্তরাঁয় বসে খাবার খেতে পারবেন।
এছাড়াও, এখান থেকে খাবার ও পানীয় কেনার সুবিধাও থাকবে। রেলের বক্তব্য- রেলের যেমন রাজস্ব আদায় বাড়বে তেমনি রেস্তরাঁগুলি দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হবে এই কোচগুলি। চুক্তির পর বা মধ্যবর্তী সময়ে রেল কোচের মালিকানা থাকবে রেলেরই হাতে।