BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার BREAKING: শচীনকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বের দ্রুততম ১৪ হাজার রানের মালিক বিরাট বাংলাদেশে আসছেন ইলন মাস্ক! বিদেশী ছাত্রী মৃত্যু! ‘জাতিবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ তুলে দেশ ছাড়ছে নেপালি পড়ুয়ারা অভিনয়ে সুযোগ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণ

জম্মু-কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য: পি চিদাম্বরম

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
Restoration of full statehood to Jammu and Kashmir

নয়াদিল্লি, ২৪ অক্টোবর: জম্মু-কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তাবের খসড়া তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জানা গেছে, শীঘ্রই দিল্লি যাবেন তিনি। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই প্রস্তাব তুলে দেওয়ার কথা আছে তাঁর।

এবার জম্মু-কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে সওয়াল করলেন পি চিদাম্বরম। বুধবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উপত্যকার নিরাপত্তা জোরদার করা নিয়ে একটি রিভিউ বৈঠক করেন। তার একদিন পরেই বৃহস্পতিবার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, জম্মু-কাশ্মীরের মানুষ একজনকে মুখ্যমন্ত্রী করে এখানে বসিয়েছেন। সরকার গঠন হয়েছে। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি দেখবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কোনও কর্তৃত্ব নেই। তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে জম্মু-কাশ্মীরে পূর্ণ রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য।

এক্স হ্যান্ডেলে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন। তিনি বলেন, বৈঠকে নির্বাচিত মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, আমি জানি না। জম্মু-কাশ্মীরের প্রযোজ্য আইনের অধীনে পুলিশ এবং পাবলিক অর্ডার লেফটেন্যান্ট গভর্নরের অধীনস্থ। জনগণ একজন মুখ্যমন্ত্রী এবং সরকারকে তাদের নিরাপত্তা, অন্যান্য বিষয়ের সঙ্গে দেখাশোনার জন্য নির্বাচিত করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনও কর্তৃত্ব নেই’। চিদাম্বরম যোগ করেন, এই কারণে জম্মু-কাশ্মীর একটি অর্ধেক রাজ্য বলা হয়।

উল্লেখ্য, রবিবার রাতে উপত্যকার গান্ডেরবাল জেলায় এক চিকিৎসক সহ ৬ নির্মাণকর্মী নিহত হন। এই জঙ্গি হামলার দায় নেয় লস্কর ই তৈবার শাখা সংগঠন টিআরএফ। এর পরেই বুধবার রাজভবনে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

লেফটেন্যান্ট গভর্নর নির্দেশ দিয়েছেন কেন্দ্রের প্রকল্পগুলির নিরাপত্তা নিরীক্ষা, কৌশলগত পয়েন্টগুলিতে চব্বিশ ঘন্টা নাকা এবং উপত্যকায় রাতের টহল আরও জোরদার করতে হবে। কাশ্মীর বিভাগের নিরাপত্তা পর্যালোচনার এই নির্দেশনা দেন তিনি। পুলিশ প্রশাসনকে প্রকল্পে নির্মীয়মাণ কর্মীদের নিরাপত্তার বিষয়ের দিকে বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন। নির্মাণ শিবিরগুলির চারপাশে সুরক্ষা গ্রিডকে কঠোর করার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

Read more: ডানা: বহু মাদ্রাসায় ফাজিলের প্রথম সেমিস্টার পরীক্ষা স্থগিত

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের ডিজি নলীন প্রভাত, স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিব চন্দ্রকর ভারতী, অতিরিক্ত পুলিশের ডিজি (আইন-শৃঙ্খলা), বিজয় কুমার সহ উপত্যকা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder