BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সেখ কুতুবউদ্দিন: রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর অনুমোদিত এবং ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন কর্তৃক পরিচালিত ৪৯৭টি মাদ্রাসার মধ্যে শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) ৩৯টি, বাকি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) রয়েছে। উল্লেখ্য, এর আগে কর্মরত ৩ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার শিক্ষকদের দীর্ঘদিনের আরও একটি দাবি পূরণ হল। এবার মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদেরও অবসরকালীন ভাতা ১ লক্ষ টাকা থেকে বেড়ে ৫ লক্ষ টাকা হয়েছে বলে রাজ্য সংখ্যালঘু দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে। আর এতে খুশি মাদ্রাসার শিক্ষকরা।
মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষা প্রতিষ্ঠানে অবসরকালীন বর্ধিত ভাতা ২০২৪ সালের এপ্রিল মাসের ১ তারি’ থেকে কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল এমএসকে স্টাফ-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফিরোজ উদ্দিন। তাঁর দাবি, এই ৪৯৭টি প্রতিষ্ঠানকে দ্রুত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের অন্তর্ভুক্তকরণ করা হোক। এমএসকে-এসএসকে শিক্ষকদের দীর্ঘ দিনের দাবিপূরণ হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মু’পাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক-সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা।
অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের অধীনে এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৬ হাজার ১৪৫টি। এমএসকে রয়েছে ১ হাজার ৯০৭টি। এসএসকে’তে পড়ানো হয়, প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। এমএস’কে তেবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি। এমএসকে-এসএসকে মিলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৮ হাজার ৫২টি, দুই শিক্ষা প্রতিষ্ঠান মিলে শিক্ষক রয়েছেন ৫২ হাজার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ হাজার টাকা ভাতা বাড়ানো হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ৫ লক্ষ টাকা ভাতা বাড়ানো হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder