রিজওয়ান ভাঙলেন গেইলের রেকর্ড
- আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি টি-২০ বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলে চলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচে রানের ফুলঝুরি ঝরাচ্ছেন। যার ফলে আন্তর্জাতিক টি-২০তে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন তিনি, এবার ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটাও এবার নিজের করে নিলেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান। ২০১৫ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-২০তে ১৬৬৫ রান করেছিলেন গেইল। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ব্যাট হাতে মাঠে নামার আগে রিজওয়ানের সংগ্রহ ছিল ১৬৬১ রান। ওই ম্যাচে ১৫ রান করতেই চলতি বছর টি-২০ ক্রিকেটে রিজওয়ানের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭৬ রান। আর এতে তিনি পিছনে ফেললেন ক্রিস গেইলকে।