সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরব আরজেডি সুপ্রিমো

- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: আরজেডি সুপ্রিমো শনিবার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুরে সফল কিডনি প্রতিস্থাপনের পর দেশে ফেরা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, যারা সংখ্যালঘুদের প্রান্তিক করে তুলতে চায়, তিনি তাদের সফল হতে দেবেন না।
বিহারের পূর্ণিয়াতে এক বিপুল জনসভায় তিনি বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত একত্রিত হয়ে রয়েছি, আমাদের কেউ ভাঙতে পারবে না। দেশকে বাঁচাতে হবে আমাদের। সংবিধানকে সুরক্ষিত রাখতে হবে, বিহারকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ভারতকে অগ্রসর করতে হবে। সংখ্যালঘুদের অধিকারকে সংরক্ষণ করতে হবে আমাদের।”
এর পাশাপাশি তিনি আরও যোগ করেন,”আমরা সব সময় হিন্দু, হিন্দু, হিন্দু বলে চিৎকার করছি। আমরা হিন্দু…কিন্তু সংখ্যালঘুরা কী অপরাধ করেছে যে আমরা তাদের প্রান্তিক করে দিতে চাইছি? যে কোনও পরিস্থিতিতে আমি তাদের সফল হতে দেব না।”
এরপরই লালু প্রসাদ বলেন, নরেন্দ্র মোদি শাসনের প্রস্থানের সময় হাজির হয়েছে। আরজেডি প্রধান সীমাঞ্চলকে ‘সবচেয়ে ধর্মনিরপেক্ষ’ বলে অভিহিত করেছেন এবং মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে, যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করার দাবিও জানিয়েছেন তিনি। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহার সফর ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর ডেপুটি তেজস্বী যাদবের যৌথ সভার পর এই রাজ্যের রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। তেজস্বী আগেই অমিত শাহকে আক্রমণ করে বলেছেন যে, তিনি বারবার বিহারে আসছেন কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই রাজ্য থেকে আসন হারানোর ভয় পাচ্ছেন।