শফিকুল ইসলাম, নদিয়া: নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সাতজনের মৃত্যু হয়েছে। তিনটি টোটো করে
ঈদ-এর কেনাকাটা করতে গিয়েছিলেন তারা। কাজ সেরে ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু আর ফেরা হল না। টোটোর সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই মহিলা-সহ মৃত্যু হল ৭ জনের। শুক্রবার দোলের দিন ঘটনাটি ঘটেছে চাপড়া থানার চারাতলা পেট্রল পাম্পের কাছে। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর এদিন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এদিন চারচাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তাঁরা। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর একটি যাত্রিবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন স্থানীয়েরা। যাত্রিবাহী বাসের চালক এবং কন্ডাক্টর রাজি না হওয়ায় সেই বাসের দরজা-জানলা ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, গাড়িতে থাকা এক শিশু এবং এক মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেঘরি গ্রামে। আর এক মহিলার বাড়ি চাপড়ার বৃত্তিহুদা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, তাকরিন মল্লিক, সান্তা মণ্ডল, রহিমা সেখ,পুতুল মল্লিক, অমিত ঘোষ, রোহন সেখ, পারভিন বিবি নামে সাত জনের , দুর্ঘটনায় প্রাণ গিয়েছে । রমযান মাসে সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।