পুবের কলম ওয়েবডেস্ক: নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট। না, এটা কোনও সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। চিনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে এখন বাস্তবেই মনুষ্য পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোবট। চিনের গুয়াংডং প্রদেশের শেনজেনের সড়কগুলোয় মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সেখানে রোবটকে পুলিশের ‘হাই-ভিজিবিলিটি’ ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
চিনের রাস্তায় রোবট পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। সেটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন, রোবটটি তা-ই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। রোবট পুলিশের উচ্চতা ১ দশমিক ৩৮ মিটার, ওজন ৪০ কেজি। একেকটি রোবটের দাম ৮৮ হাজার ইউয়ান (১২ হাজার মার্কিন ডলার)।