২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্য ইউক্রেনে রকেট হামলা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য হেগে ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘মধ্য ইউক্রেনে আটটি রকেট দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে দুটি শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এ হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ ছাড়া সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন।’ অবশ্য উদ্ধারকারীরা পরে জানান, রাশিয়ার এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আরও ৩৯ জনের সন্ধান পেতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। তবে রাশিয়ার এই হামলার সাপেক্ষে প্রমাণ দিতে পারেনি ইউক্রেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, তিনি এই হামলায় শোকাহত। উল্লেখ্য, রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে পশ্চিমারা এখনও ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এতে ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়েছে। রুশ আক্রমণের মুখে একের পর এক শহর ফেলে পালাতে হচ্ছে ইউক্রেনীয় সেনাকে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্য ইউক্রেনে রকেট হামলা

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য হেগে ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘মধ্য ইউক্রেনে আটটি রকেট দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে দুটি শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এ হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ ছাড়া সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন।’ অবশ্য উদ্ধারকারীরা পরে জানান, রাশিয়ার এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আরও ৩৯ জনের সন্ধান পেতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। তবে রাশিয়ার এই হামলার সাপেক্ষে প্রমাণ দিতে পারেনি ইউক্রেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, তিনি এই হামলায় শোকাহত। উল্লেখ্য, রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে পশ্চিমারা এখনও ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এতে ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়েছে। রুশ আক্রমণের মুখে একের পর এক শহর ফেলে পালাতে হচ্ছে ইউক্রেনীয় সেনাকে।