কোভিড আক্রান্ত রোহিত শর্মা, আপাতত আইসোলেশনে, অনিশ্চিত শেষ টেস্টে
- আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ মালদ্বীপ থেকে ফিরে কোভিড আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি। এবার কোভিড আক্রান্ত হলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। শনিবার লেস্টারশায়ারে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জানা যায় যে রোহিত করোনা আক্রান্ত হয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোহিত শর্মা এই মুহূর্তে লেস্টারশায়ারের হোটেলে আইসোলেশনে রয়েছেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ক্রমতালিকায় রোহিত শর্মাকে ৮ নম্বরে রাখা হয়েছিল। প্রথমে ভাবা গিয়েছিল হয়তো দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখে নেওয়ার জন্য রোহিতকে ব্যাটিং ক্রমতালিকায় এতটা পরে নামতে হচ্ছে । পরে বিষয়টি স্পষ্ট হয়। রবিবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে রোহিত শর্মা কোভিড আক্রান্ত হয়েছেন, তিনি আপাতত আইসোলেশনে পৌঁছেছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার পর্যবেক্ষণ করছে। মাত্র ৫ দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে নামবে ভারত। সেই টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা।