BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

গড়ফায় বয়ফ্রেন্ডের ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দক্ষিণ কলকাতায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।গড়ফা থানা এলাকার শহীদ নগরের একটি ফ্ল্যাট থেকে শুক্রবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে এই মৃত্যুর ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ জানায়, এই ফ্ল্যাটটি তরুণীর বয়ফ্রেন্ডের। প্রায়ই এখানে আসতেন তিনি। একসঙ্গে খাবার খেতেন। কোনও কোনও দিন রাতে ওই ফ্ল্যাটে থেকেও যেতেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে। কালীপুজোর দিনও তিনি ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। রাতেও তিনি ছিলেন। শুক্রবারও দিনভর এই বাড়িতেই ছিলেন ওই তরুণী। তিনি দিনভর মদ্যপান করেন বলে বয়ফ্রেন্ডের মায়ের দাবি। রাতে সেখান থেকে দেহ উদ্ধার হয়।

এই ফ্ল্যাটে তরুণীর বয়ফ্রেন্ড ও তাঁর মা থাকতেন। তাঁদের দাবি, শুক্রবার তাঁরা ডাক্তারের কাছে গিয়েছিলেন। ফ্ল্যাটে ফিরে দেখেন বছর ৩৫-এর ওই তরুণী শুয়ে আছেন। কোনও সাড়া শব্দ নেই। ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা তাঁকে ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যার পরেও তরুণী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন। যুবক জানিয়েছেন, তিনি এবং তাঁর মা এরপর ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীদের ডাকেন। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকেও। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই যুবকের মা সংবাদমাধ্যমে জানান, তাঁর ছেলে ওই তরুণীর থেকে বয়সে ছোট। তা নিয়ে অনেকেই বলতেন। কিন্তু ছেলের জন্যই তিনি কখনও কোনও আপত্তি করেননি। তবে তরুণীর বাবা সংবাদমাধ্যমে দাবি করেন, তাঁর মেয়ের গায়ে হাত তুলতেন অভিযুক্ত যুবক।

জানা গিয়েছে নিহত তরুণী ২০১৩ সালে ভালোবেসে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। তরুণীর প্রাক্তণ স্বামীর দাবি, তাদের ডিভোর্স হয়ে গেলেও পরিবারের পাশে থাকতেন তিনি। এরইমধ্যে এই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন তরুণী। কিন্তু সে নেশা করে মারধর করত তরুণীকে। গতকালের ঘটনার পর তিনি মনে করেন খুন করা হয়েছে তার প্রাক্তন স্ত্রীকে।

মৃত্যুর নেপথ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। কোনও ভাবে অসুস্থ হয়ে এই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। গড়ফা থানায় ওই তরুণীর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder