পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিয়া বনাম ভারত নাম নিয়ে বিতর্ক বেঁধেছিল আগেই। সেই বিতর্ক আবারও উসকে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। দাবি তুললেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নাম বদলের। আরবিআই-এর নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন আরএসএস-এর (RSS) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, হিন্দিতে আমাদের দেশের নাম ‘ভারত’। তাই রিজার্ভ ব্যাঙ্কের নামেও ভারত থাকা উচিত।
ভারতীয় ভাষায় আমাদের দেশের নাম ‘ভারত’ এই যুক্তি খাড়া করে আরএসএস (RSS) নেতার দাবি, “যদি দেশের নাম ভারত হয়, তাহলে সেভাবেই নামকরণ করা উচিত।” দত্তাত্রেয়ের প্রশ্ন, “কেন আমরা ‘কনস্টিটিউশন অফ ইন্ডিয়া’, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বলে থাকি… এটা এমন কেন হবে? এই প্রশ্ন তোলা উচিত। এটা বদলানো উচিত।”
আরও পড়ুন: Rabindra Sarobar-এ দোল উৎসবের অনুমতি