ইউক্রেনে নয়া কমান্ডার নিয়োগ করছে রাশিয়া

- আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার
- / 4
পুবের কলম প্রতিবেদক: ইউক্রেনে হামলার দেড় মাস পর যুদ্ধের কৌশল বদলাচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে ইউক্রেনে অভিযানের নেতৃত্বে থাকা সেনা কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত নতুন জেনারেলের সিরিয়া যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমা কর্মকর্তারা এমনই তথ্য জানিয়েছেন। সূত্রের খবর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকার কমান্ডার, জেনারেল আলেক্সান্ডার ভরনিকভকে ইউক্রেনে অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। জেনারেল আলেক্সান্ডার রাশিয়ার হয়ে সিরিয়ায় অভিযান চালানোর বহু অভিজ্ঞতা রয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়ায় ইউক্রেন অভিযানের নির্দেশনা ও নিয়ন্ত্রণে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। রুশ বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আরও ভালোভাবে সমন্বয় করার জন্য দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর আগে এসব ইউনিট আলাদাভাবে অভিযান পরিচালনা করছিল।