ইউক্রেনীয় অস্ত্রাগার ধ্বংস করল রাশিয়া

- আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের একটি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার ইউক্রেনের বন্দর শহর ওডেসার ওই অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটে। রাশিয়া জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে।
ওই অস্ত্রাগারেই আমেরিকার দেওয়া হিমার্স রকেট সিস্টেম ছিল বলে দাবি করেছে রাশিয়া। শুধু তাই নয়, খেরসনে ইউক্রেনের দু’টি এম-৭৭৭ হাউইৎজারও রুশ সেনারা ধ্বংস করেছে। ১০০ টন ডিজেল মজুত থাকা একটি পাম্পেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেন অবশ্য এসব দাবির একটিও স্বীকার করেনি।
তাদের পাল্টা দাবি, রাশিয়ার নিক্ষেপ করা দু’টি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। তৃতীয় মিসাইলটি একটি শস্যের গুদামে আঘাত হেনেছে। এতে গুদামটিতে আগুন লেগে যায়। কিন্তু এ ঘটনায় কারও মৃত্যু হয়নি।
ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় শস্য নষ্ট হওয়া ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। অস্ত্রাগার ধ্বংসের কথাটিও সম্পূর্ণ অস্বীকার করেছে কিয়েভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ২৪ আগস্ট ইউক্রেনে বড়সড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া। কারণ, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এই দিনটিতে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে এসেছিল ইউক্রেন।