খারকিভ দখলের পথে রাশিয়া ইউক্রেনীয় নিরাপত্তা প্রধান বরখাস্ত

- আপডেট : ১৮ জুলাই ২০২২, সোমবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ সেনাবাহিনীকে ইউক্রেনের খারকিভ শহর পুরোপুরি দখল করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। খারকিভ এবং দোনবাস অঞ্চলে রাশিয়ার সাথে ইউক্রেনের সেনার প্রবল লড়াই চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসে পৌঁছেছে।
সে থেকেই গোয়েন্দা বলছেন, এবার খারকিভ দখলে ঝাঁপাবে রাশিয়া। কিছু দিন আগে খারকিভ লাগোয়া একটি শহর দখল করেছিল রাশিয়া। সেখান থেকে খারকিভ আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। খারকিভের পাশাপাশি ইউক্রেনের আরও বহু শহর দখল করতে আক্রমণ জারি রেখেছে রুশ সেনা।
এছাড়া ক্রিমিয়ায় হামলা চালানোর বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। সেখানে হামলা চালানো হলে ইউক্রেনকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন মেদভেদেভ।
এদিকে, বিশ্বাসঘাতকা ও যুদ্ধে ব্যর্থতার অভিযোগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি জানান, ৬০ জনেরও বেশি প্রাক্তন কর্মী এখন রাশিয়ার দখল করা এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।
তিনি আরও জানান, ইউক্রেনীয় কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি বিশ্বাসঘাতকতার মামলা শুরু হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা ইভান বাকানোভ এবং ইরাইনা ভেনেদিক্তোভা এখনও পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনও মন্তব্য করেননি।