Russia- Urkeine ইউক্রেনের খারকিভ শহরের গ্যাস পাইপলাইন উড়িয়ে দিল রুশ সেনা, দেখুন ভিডিও
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 4
পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের গ্যাস পাইপলাইনে হামলা চালাল রাশিয়া।এই হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন। রুশ সেনার এই হানার ছবিও পোস্ট করা হয়েছে টেলিগ্রাম অ্যাপে। দেখা যাচ্ছে আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে উঠছে। ইউক্রেন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে পুরো গ্যাস লাইনটিই এই বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে।
উল্লেখ্য আজ চারদিন ধরে যুদ্ধ চললেও ইউক্রেন কিন্তু রাশিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ সচল রেখেছিল। তবে এই হামলার জেরে গ্যাস সরবরাহ কতটা বিঘ্নিত হবে তা এখনই বলা সম্ভব হচ্ছেনা। রবিবার সকালে কিয়েভ শহরের কেন্দ্রস্থলের পশ্চিম থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ এবং তার সঙ্গে সাইরেনের শব্দ শোনা যায়। বিমান হামলার সাইরেন বাজার প্রায় সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের তিনটি শহর এখনও পর্যন্ত রুশ সেনা দখল করেছে রাশিয়া প্রতিরক্ষামন্ত্রকের পক্ষে দাবি করা হয়েছে।
Ukraine’s State Service of Special Communications and Information Protection says part of a gas pipeline was destroyed in Kharkiv. This was *NOT* a nuclear blast, though the explosion created a mushroom cloud. https://t.co/VCt8QfmRTe pic.twitter.com/G14rgjMr9I
— Kevin Rothrock (@KevinRothrock) February 27, 2022