খাবার দিয়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নেবে রাশিয়া
ইমামা খাতুন
- আপডেট :
৩১ মার্চ ২০২৩, শুক্রবার
- / 17
পুবের কলম,ওয়েবডেস্ক: অস্ত্রের বিনিময়ে খাদ্যের প্রস্তাব দিতে উত্তর কোরিয়ায় রাশিয়া প্রতিনিধি দল পাঠাচ্ছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যে কোনও অস্ত্র চুক্তি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন হবে। আমেরিকা এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে ওয়েগনার গ্রুপকে অস্ত্র সরবরাহের অভিযোগ তোলে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে। কিরবি বলেন, ‘আমরা খবর পেয়েছি, উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে রাশিয়া। যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার সবরাহ করতে যাচ্ছে মস্কো।’ উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। ১৯৯০-এর দশকের মাঝামাঝিতে বিধ্বংসী দুর্ভিক্ষসহ কয়েক দশক ধরে দীর্ঘস্থায়ী খাদ্য ঘাটতিতে আছে কিম জন উনের দেশ। খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যহারে কমে যাওয়ার কারণে দেশটি গুরুতর খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। এ ছাড়া বৈরি আবহাওয়া, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবও পড়েছে খাদ্যের উপর।