ঘুম ছুটল বরিস-বাইডেনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

- আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। হার-জিতের ফয়সলা হওয়ার আগে পেশীশক্তি প্রদর্শন করে চলেছে রাশিয়া। পশ্চিমা দুনিয়াকে পুতিন এটা বুঝিয়ে দিতে চাইছেন যে, ইউরোপকে একা হাতেই নাস্তানাবুদ করার হিম্মত রয়েছে তাঁর। সেই শক্তি প্রদর্শনীর অংশ হিসাবে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া। আন্তঃমহাদেশীয় সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দেখে প্রেসিডেন্ট বাইডেন বা প্রধানমন্ত্রী বরিসের সব স্বস্তি যেন উবে গিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, এর পর রাশিয়ার চোখে চোখ রাখার আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে। রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্রকে এত দিন ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করে আসছিল পশ্চিমের দেশগুলি। জানা গিয়েছে, রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে এটি অন্যতম। রাশিয়ার হাতে শব্দের চেয়েও দ্রুতগামী কিনঝল, আভানগার্দ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু সারমাতের কোনও জুড়ি নেই বলে দাবি পুতিনের। রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয় যে, দেশের উত্তরের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে সফল ভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা যায়, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিরিখে সারমাত বিশ্বের সমস্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্র দেশের পরমাণু শক্তিকেও আরও মজবুত করে তুলবে। সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম বলে দাবি প্রতিরক্ষা বিশ্লেষকদের। এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় ২০০ টন। একসঙ্গে একাধিক যুদ্ধাস্ত্র ছুড়তে পারে এটি। সারমাত ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনও প্রান্তে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পুতিন সেনার উদ্দেশে বলেন, ’সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন। এই অস্ত্রটি আমাদের সেনার সক্ষমতা বাড়াবে। বাইরের শত্রুদের থেকে দেশকে নিরাপদ রাখবে। আমাদেরকে হুমকি দেওয়ার আগে প্রত্যেকে দুইবার ভাববে।’