মথুরাপুরে এম পি কাপের ফাইনালে জয়ী সাগর বিধানসভা

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : মথুরাপুরে এমপি কাপে জয়ী হলো সাগর বিধানসভা।শনিবার থেকে ৩ দিনের এম পি কাপ শুরু হয়েছিল মথুরাপুরে।বিরাট তারকা সমাবেশের মধ্যে দিয়ে এই কাপের সূচনা হয়।মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে ১৬ দলের এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।সোমবার শেষ দিনে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে মগরাহাট পূর্ব এবং সাগর ভারতী সংঘ। জয়ী হয় সাগর ভারতী সংঘ এবং বিজয়ী হয় মগরাহাট পূর্ব ট্রাইবেকারে।ম্যান অব দ্য ম্যাচ হয় সাগর বিধানসভা।ম্যান অব দ্য সিরিজ হয় সাগর বিধানসভা।ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পূর্বের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, রায়দীঘির বিধায়ক ডাঃ অলক জলদাতা-সহ একাধিক জেলা পরিষদ সদস্য, ৫ টি থানার আইসি, দুটি থানার ওসি, সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য ব্যক্তিবর্গ।ফাইনাল খেলা দেখতে এদিন জনসমুদ্রের চেহারা নেয় এলাকা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder