কুস্তিগিরদের আন্দোলন থেকে সরলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া! ফিরলেন রেলের চাকরিতে
ইমামা খাতুন
- আপডেট :
৫ জুন ২০২৩, সোমবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক:কুস্তিগিরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। সংসদ অভিযানে তাঁকে পুলিশ হেনস্থা করায় শোরগোল পড়ে গিয়েছিল। কুস্তিগিরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল। সেই সাক্ষী মালিক এবার কুস্তিগিরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়ালেন। তিনি রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই নতুন করে হইচই শুরু হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের দুইদিন পরেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন দেশের প্রথমসারির কুস্তিগিররা।
সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী সাক্ষী মালিক। কুস্তিগিরদের উপর পুলিশি অত্যাচারের পরেরদিনই বিনেশ, বজরংদের সঙ্গে হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিলেন সাক্ষী। পদক বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁকে।
কেন্দ্রকে ৫দিন সময়সীমা দেওয়ার পরেই শনিবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন প্রতিবাদী কুস্তিগিররা। যা চলে গভীর রাত পর্যন্ত। কিন্তু তারপরও কোনও বড় পদক্ষেপ নেননি অমিত শাহ। এর দুইদিনের মধ্যেই আন্দোলন থেকে সরে এলেন সাক্ষী।