পুবের কলম,ওয়েবডেস্ক: গাফিলতি ছিলই। জুনিয়র চিকিৎসকদের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি। সোমবার চিকিৎসকদের নিয়ে মেগা বৈঠকে স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাসপেনশনে থাকা চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে নেন তিনি।
এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, নিশ্চয়ই গাফিলতি ছিল। তবে এটাও মাথা রাখতে হবে তারা এখনও পাকাপোক্ত হয়নি। তবে তদন্ত জারি রয়েছে। তদন্ত শেষ নয়া হওয়া পর্যন্ত কিছু বলব না। তবে তাঁদের হাতে সবটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাঁদের সাসপেনশনটা তুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি জুনিয়র চিকিৎসকরা।
এদিন বেতন-ভাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকদের বিদেশে না যাওয়ার অনুরোধ জানান তিনি। বলেন, এখানের মানুষরা আপনাদের অনেক সম্মান করেন। গ্রামের দিকে তো লাউ, কুমড়ো আপনাদের দিয়ে যায়। এটা তাঁদের ভালবাসার বহিঃপ্রকাশ। আর একটা জিনিস, দেখছেন তো লোহার শিকল, লোহার বেড়ি পড়িয়ে দেশে ফেরাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে বিদেশে চলে যাবেন না। এই দেশে থাকুন। এখানে সব আছে। বাংলায় কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন। সবসময় আপনাদের সেবায় থাকব।’