সল্টলেকে পথ দুর্ঘটনায় বলি সালকিয়ার স্কুটি আরোহীর

- আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
- / 5
পুবের কলম প্রতিবেদকঃ সল্টলেকে পথ দুর্ঘটনায় বলি এক বাইক আরোহী। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সল্টলেক পাঁচ নম্বর সেক্টরের তথ্যপ্রযুক্তি তালুক। মৃত স্কুটি চালকের নাম লালটু বৈদ্য (৪১)। তিনি হাওড়ার সালকিয়ার বাসিন্দা।
দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে সল্টলেক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন ওই বাইকটি। সেই সময় সিআরপিএফ ক্যাম্পের সামনের টার্নিংয়ে স্কুটির পিছনের চাকা পিছলে যায়। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় আরোহী। বেল্ট লাগানো না থাকায় খুলে পড়ে মাথার হেলমেট। এমন সময় নিউটাউনগামী একটি স্কুল বাস আসছিল পিছন থেকে। সেই বাসের চাকা উঠে যায় বাইক আরোহী দেহের উপর। এরফলে গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরে খানিকক্ষণ পড়ে থাকেন লাল্টু। শুরু হয় ব্যাপক রক্তক্ষরণ। তা দেখে স্থানীয়রা খবর পাঠান পুলিশকে। খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় ব্যাপক রক্তক্ষরণ জেরে মৃত্যু ঘটেছে বাইক আরোহীর। এদিকে, দুর্ঘটনার পরই দ্রুত গতিতে বাসটি চালিয়ে ঘটনাস্থল ছাড়ে বেসরকারি ওই স্কুল বাসের চালক।
বিধাননগর পুলিসের ডেপুটি কমিশনার (সদর) সূর্যপ্রতাপ যাদব জানিয়েছেন, ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।