বার্মার জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা ইইউয়ের

- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু নির্যাতন অব্যাহত থাকায় মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন । সোমবার জান্তা সরকারের সঙ্গে যুক্ত ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । ২০২১ সালের ১ ফেব্রুয়ারী সামরিক অভ্যুত্থান পর এ নিয়ে সেনা শাসিত সরকারের বিরুদ্ধে চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা দিল ইইউ । নিষেধাজ্ঞার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে মায়ানমারের জান্তা সরকারের কয়েকজন মন্ত্রী জাতীয় প্রশাসনিক কাউন্সিলের একজন সদস্য জাতীয় নির্বাচন কমিশনের কয়েকজন সদস্য এবং সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা রয়েছেন । নিষেধাজ্ঞা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে । এসব প্রতিষ্ঠানের সঙ্গে মায়ানমারের সামরিক বাহিনীর আর্থিক সম্পর্ক অথবা সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ।
কোম্পানিগুলো হল এইচটু গ্রুপ আইজিই মাইনিং এন্টারপ্রাইজ এবং মায়ানমা অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ । মায়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এ নিয়ে এখনও পর্যন্ত চার ধাপে ৬৫ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ । গত বছরের ১ ফেব্রুয়ারী সামরিক অভ্যুত্থান মাধ্যমে মায়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী । দেশটির নেত্রী আং সান সুকিসহ অনেক রাজনৈতিক নেতাকে বন্দি করা হয় । তারপর থেকে সেনা শাসনের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছে । এই বিক্ষোভ প্রতিবাদে ১৫০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে ।