২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্ক: সদ্য শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলে গ্র্যান্ডস্লাম থেকে অবসর নিয়েছেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। শোনা গিয়েছে, সামনের দুবাই ওপেন খেলে টেনিসকে চিরদিনের মতো বিদায় জানাবেন। মূলত, দুবাই ওপেনের পর থেকে সানিয়াকে আর টেনিসের কোর্টে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা যাবে না।   তবে আগামীদিনে  তাকে নতুন রূপে ক্রিকেটের ময়দানে ঝড় তুলতে দেখা যাবে। টেনিস থেকে অবসর নিয়ে সানিয়া যোগ দিচ্ছেন ক্রিকেটে। মহিলা আইপিএলে তিনি আরসিবির ক্রিকেট পরামর্শদাতা হিসেবে যোগ দিতে চলেছেন।

ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জাকে আর টেনিস রাকেট নিয়ে নয়, এবার দেখা যাবে ক্রিকেটের ব্যাট এবং বল হাতে। মেয়েদের আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালোরের ক্রিকেট পরামর্শদাতার ভূমিকা পালন করতে চলেছেন।

 

ক’দিন আগে মেয়েদের আইপিএলের নিলামে রেকর্ড অর্থ দিয়ে স্মূতি মান্ধানা, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষের মতো তারকাদের তুলে নিয়ে আগেই চমক দেখিয়েছিল আরসিবি। এবার সানিয়াকে দলে রেখে সবাইকে তাক লাগিয়ে দিল তারা। তিনি টেনিস জগতের মানুষ, সেখানে ক্রিকেট পরামর্শদাতার প্রস্তাব পেয়ে নাকি অবাক হয়ে গিয়েছিলেন সানিয়া।

 

এদিন আরসিবি টিভিতে এক প্রতিক্রিয়ায় সানিয়া বলেন, ‘সত্যি বলতে, এমন প্রস্তাব পেয়ে আমি খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, নতুন ফিল্ডে নিজের ২০ বছরের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি ওদের বোঝাব, কিভাবে খেলাধুলাকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। নতুন প্রজন্মকে নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাব। তাদের বলব, সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করা যায়। আশা করি ওদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারব। ওদের মনে আত্মবিশ্বাস তৈরি করতে পারব।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএলে এবার বড় দায়িত্ব পেলেন সানিয়া মির্জা

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সদ্য শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলে গ্র্যান্ডস্লাম থেকে অবসর নিয়েছেন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। শোনা গিয়েছে, সামনের দুবাই ওপেন খেলে টেনিসকে চিরদিনের মতো বিদায় জানাবেন। মূলত, দুবাই ওপেনের পর থেকে সানিয়াকে আর টেনিসের কোর্টে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা যাবে না।   তবে আগামীদিনে  তাকে নতুন রূপে ক্রিকেটের ময়দানে ঝড় তুলতে দেখা যাবে। টেনিস থেকে অবসর নিয়ে সানিয়া যোগ দিচ্ছেন ক্রিকেটে। মহিলা আইপিএলে তিনি আরসিবির ক্রিকেট পরামর্শদাতা হিসেবে যোগ দিতে চলেছেন।

ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জাকে আর টেনিস রাকেট নিয়ে নয়, এবার দেখা যাবে ক্রিকেটের ব্যাট এবং বল হাতে। মেয়েদের আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালোরের ক্রিকেট পরামর্শদাতার ভূমিকা পালন করতে চলেছেন।

 

ক’দিন আগে মেয়েদের আইপিএলের নিলামে রেকর্ড অর্থ দিয়ে স্মূতি মান্ধানা, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষের মতো তারকাদের তুলে নিয়ে আগেই চমক দেখিয়েছিল আরসিবি। এবার সানিয়াকে দলে রেখে সবাইকে তাক লাগিয়ে দিল তারা। তিনি টেনিস জগতের মানুষ, সেখানে ক্রিকেট পরামর্শদাতার প্রস্তাব পেয়ে নাকি অবাক হয়ে গিয়েছিলেন সানিয়া।

 

এদিন আরসিবি টিভিতে এক প্রতিক্রিয়ায় সানিয়া বলেন, ‘সত্যি বলতে, এমন প্রস্তাব পেয়ে আমি খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, নতুন ফিল্ডে নিজের ২০ বছরের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে পারি। আমি ওদের বোঝাব, কিভাবে খেলাধুলাকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। নতুন প্রজন্মকে নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাব। তাদের বলব, সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করা যায়। আশা করি ওদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারব। ওদের মনে আত্মবিশ্বাস তৈরি করতে পারব।’